দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ


দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ

সারা দেশে চলমান সহিংসতা ও অগ্নিসংযোগের প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, দেশের সব বিমানবন্দরে সতর্কতা জোরদারের উদ্দেশ্যে বেবিচক একটি নির্দেশনামা পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, ভেহিকল প্যাট্রল ও ফুট প্যাট্রল বৃদ্ধি করতে হবে এবং মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। এছাড়া সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য তাত্ক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, সব বিমানবন্দরে সর্বোচ্চ সংখ্যক কর্মী রাখার পাশাপাশি সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রমও জোরদার করতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×