ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন


ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক নাশকতা ও অস্থিতিশীলতা রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকা ওয়াচকে জানান, “রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।”

তিনি জানান, এর মধ্যে ঢাকায় ১২ প্লাটুন এবং আশপাশের জেলায় আরও দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি কাজ করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মোতায়েন কার্যকর থাকবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এ ঘোষণার পর থেকেই রাজধানী ও এর আশপাশে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর। এই রায়কে কেন্দ্র করেই নিষিদ্ধ দলটি ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×