রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৩৩ এম, ১৩ নভেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার, ১৩ নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করছে। নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও ভোট প্রক্রিয়া সুষ্ঠু রাখার উপায় নিয়েই এ আলোচনার মূল বিষয় নির্ধারণ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে গত মঙ্গলবার, ১১ নভেম্বর রাজনৈতিক দলগুলোকে এই দিনব্যাপী সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র পাঠানো হয়। ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি সেশনে ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। প্রতিদিন দুটি সেশন অনুষ্ঠিত হবে, ফলে প্রথম দিন মোট ১২টি দলের প্রতিনিধি আলোচনায় যোগ দেবেন।
কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের সংলাপে সকালে ছয়টি দল এবং বিকেলে আরও ছয়টি দল অংশ নেবে। সকাল সেশনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপস্থিত থাকবে। বিকেলের সেশনে আমন্ত্রিত দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
সূত্র জানায়, ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ সংলাপের শেষ পর্যায়ে বিএনপি ও জামায়াতে ইসলামী অংশ নেবে। এর আগে শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন।
ইসি কর্মকর্তারা আশা করছেন, রাজনৈতিক দলগুলোর এই সংলাপ নির্বাচন ব্যবস্থাপনার প্রস্তুতিকে আরও কার্যকর করবে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।