প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:২৫ পিএম, ১৩ নভেম্বর ২০২৫
অধ্যাপক আলী রীয়াজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিশেষ সহকারী পদে থাকা অবস্থায় তিনি উপদেষ্টার পদমর্যাদা অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।
রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের দায়িত্ব ছিল ওই কমিশনের ওপর। কমিশন সম্প্রতি প্রতিবেদন দাখিলের মাধ্যমে তাদের কাজ সম্পন্ন করেছে।