দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান
- জয়পুরহাট প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:১০ পিএম, ১৪ নভেম্বর ২০২৫
দেশের অর্ধেক নারীকে উন্নয়নের পরিকল্পনা থেকে বাদ দিলে তা ভুল হবে, এমন বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (১৪ নভেম্বর) জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে অনুষ্ঠিত প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
প্যারেডে অংশ নেওয়া ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা কামনা করে সেনাপ্রধান তাদের দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
তিনি বলেন, "ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব, নারী ক্ষমতায়ন ও চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।"
নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, "পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন।"
অনুষ্ঠানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক এবং জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন