দুই ট্রলারে ২শ’ মণ ইলিশ, অর্ধকোটি টাকায় বিক্রি


দুই ট্রলারে ২শ’ মণ ইলিশ, অর্ধকোটি টাকায় বিক্রি

বঙ্গোপসাগরে দুইটি মাছ ধরার ট্রলারে ২০০ মণ ইলিশ ধরা পড়েছে। এর মধ্যে এফবি সাফাওয়ান-১ ট্রলারে ৯০ মণ এবং এফবি রাইসা ট্রলারে ১১০ মণ ইলিশ বিক্রি ধরা পড়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে এসব মাছ ৫৩ লাখ টাকায় বিক্রি করা হয়। মাছ ধরা পড়ার স্থান ছিল পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৭০ কিলোমিটার গভীর বঙ্গোপসাগর।

সংশ্লিষ্টরা জানান, দুই ট্রলার এফবি রাইসা ও এফবি সাফাওয়ান-১ গত ১৪ নভেম্বর পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে।

এফবি রাইসা ট্রলারের মাঝি মাসুদ বলেন, “গত ১৪ নভেম্বর আমরা মাছ ধরতে সমুদ্রে যাই। প্রথম তিন-চার দিনে মাত্র ৪০০ পিস মাছ ধরা পড়ে। ১৭ নভেম্বর বিকেলে জাল ফেলে কিছু সময় অপেক্ষা করার পর জাল টানতে গিয়ে দেখি ইলিশের সারি সারি। ওই এক টানেই আনুমানিক প্রায় ১৮ হাজার ইলিশ ধরা পড়ে।”

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×