অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা


অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা

ভারতে সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে কখনো সমর্থন করে না। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলন ও কলম্বো নিরাপত্তা কনক্লেভে খলিলুর রহমান এই মন্তব্য করেন।

তিনি বলেন, "বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল‍্যবোধকে সমর্থন করে।" একই সঙ্গে তিনি যোগ করেন, দেশ উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের নীতি ও মূল্যবোধকেও সমর্থন জানায়। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপদেষ্টা খলিলুর রহমান বক্তব্যে টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।

তিনি সম্প্রতি বাংলাদেশের ওপর মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) ছড়ানোর হুমকির বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, "বাংলাদেশের অঙ্গীকার হলো নিজস্ব সাইবারস্পেস, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিকে সুরক্ষিত রাখা। এটি শুধু নাগরিকদের নিরাপত্তা, গোপনীয়তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য নয়, বরং নিশ্চিত করার জন্যও যে, বাংলাদেশ থেকে কোনো কর্মকাণ্ড আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য হুমকিস্বরূপ হবে না।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×