ইসির সঙ্গে দেশি ৮১ পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির বৈঠক আজ


ইসির সঙ্গে দেশি ৮১ পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার উদ্যোগে আজ মঙ্গলবার ২৫ নভেম্বর দেশি ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ও বিকেল দুই পর্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানায়, প্রতিটি সেশনে সংস্থাগুলোর পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ ও মতামত শোনা হবে।

সোমবার ২৪ নভেম্বর ইসি সচিবালয়ের সহকারী পরিচালক জনসংযোগ এবং বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক সাংবাদিকদের জানান, চলমান সংলাপ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে প্রথম দফায় ৪০টি এবং দুপুর ২টা থেকে দ্বিতীয় দফায় আরও ৪১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে আলোচনা আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।”

জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের উদ্দেশ্যে ইতোমধ্যেই রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ ও নারীনেত্রীসহ বিভিন্ন অংশীজনকে নিয়ে আলোচনা করেছে ইসি। এর অংশ হিসেবে গত ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর দুই দফায় অন্তত ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।

সূত্র: বাসস

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×