নির্বাচন সামনে রেখে লটারিতে চূড়ান্ত হলো ৬৪ জেলার এসপি


নির্বাচন সামনে রেখে লটারিতে চূড়ান্ত হলো ৬৪ জেলার এসপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। প্রথমবারের মতো লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার নির্ধারণ করে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সোমবার ২৪ নভেম্বর, রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য়। লটারি অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ডিএমপির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন দায়িত্বে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এ বছর ম্যানুয়াল লটারির সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে কয়েক ধাপে যাচাই-বাছাই শেষে যাদের অতীতে জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ২৭তম ব্যাচসহ যোগ্য কর্মকর্তাদের নিয়ে একটি ফিট লিস্ট তৈরি করে সেখান থেকেই ৬৪ জনকে লটারির মাধ্যমে বাছাই করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দায়িত্বে থাকা ৬৪ জেলার এসপিদের মধ্যে ১৫ জনকে সরিয়ে নতুন ১৫ জন কর্মকর্তাকে যুক্ত করা হবে। বাকি ৪৯ জনকে নিজ নিজ জেলা থেকে বদলি করে অন্য জেলায় নিয়োগ দেওয়া হবে। নতুন ও পুরোনো মিলিয়ে এই ৬৪ কর্মকর্তাকে নিয়েই চূড়ান্ত লটারি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে দু-এক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হওয়ার কথা।

এর আগে ২২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির তত্ত্বাবধানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনকালীন এসপি নিয়োগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সভায় কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং আইজিপি বাহারুল আলম উপস্থিত ছিলেন।

সূত্র জানিয়েছে, নির্বাচনী পরিস্থিতি বিবেচনায় ৬৪ জেলাকে এ, বি ও সি; এই তিন শ্রেণিতে ভাগ করা হয়। এর মধ্যে এ ক্যাটাগরিতে ২৭টি, বি ক্যাটাগরিতে ২৮টি এবং বাকিগুলো সি ক্যাটাগরিতে রাখা হয়। প্রতিটি শ্রেণির জন্য আলাদা লটারি করে সংশ্লিষ্ট জেলার এসপি নির্ধারণ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, লটারিতে নির্বাচিত এসপিদের দ্রুতই দায়িত্বপূর্ণ জেলায় পাঠানো হবে। তারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ের আইন-শৃঙ্খলা নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×