১১ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া


১১ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১১ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২ জুলাই) গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাসায় পৌঁছান খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২২ জুন রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ২৪ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

দুর্নীতির মামলায় কারাদণ্ডিত খালেদা জিয়ার সাজা শর্তসাপেক্ষে স্থগিত করে তাকে মুক্তি দিয়েছে সরকার। তিনি গুলশানের বাসায় থেকে এর আগেও বিভিন্ন সময় এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×