বিএনপি চায় শাহজাহান চৌধুরীর গ্রেপ্তার, জামায়াত বলছে বক্তব্যটি ব্যক্তিগত


বিএনপি চায় শাহজাহান চৌধুরীর গ্রেপ্তার, জামায়াত বলছে বক্তব্যটি ব্যক্তিগত

চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী দায়িত্বশীলদের সম্মেলনে জামায়াতের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম নগর জামায়াতের সাবেক আমির শাহাজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই বক্তব্যের জেরে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি, অন্যদিকে জামায়াত জানিয়েছে—এটি ব্যক্তিগত মন্তব্য এবং দলের অবস্থান নয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “শাহাজাহান চৌধুরীর বক্তব্যে প্রমাণ হয় জামায়াত নতুন করে আরেকটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। তার বক্তব্য থেকে স্পষ্ট যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। আমরা এই কারণে তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেন, “আমরা বক্তব্যটি দেখেছি। এটি একান্তই তাঁর ব্যক্তিগত মতামত। উনি বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবেন। জামায়াত এটি সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তাঁর দৃষ্টি আকর্ষণ করেছি এবং অভ্যন্তরীণভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি।”

শনিবার (২২ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীলদের সম্মেলনে শাহাজাহান চৌধুরী বলেন, “নির্বাচনে জিততে হলে প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে। পুলিশ ও ওসিকে আমাদের পেছনে ছুটে আসতে হবে। নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না; প্রশাসনকে আমাদের কথায় উঠতে–বসতে হবে, গ্রেপ্তার করবে, মামলা করবে।”

তিনি দলীয় প্রার্থীদের উদ্দেশে বলেন, “ওসি সকালেই আপনার প্রোগ্রাম জানবে এবং প্রটোকল প্রদান করবে।” পাশাপাশি তিনি বলেন, “যে সুযোগ এসেছে, তা আর ফিরে আসবে না” এবং নির্বাচনে দায়িত্বশীলদের “দুষ্ট লোকদের অপকর্ম প্রতিহত” করার পরামর্শ দেন।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, অধ্যাপক আহসান উল্লাহ, আনোয়ার আলম চৌধুরী, আলাউদ্দিন সিকদার, অধ্যাপক সৈয়দ আবদুল মোমিন প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×