নির্বাচন কমিশন এখনো জনআস্থা অর্জন করতে পারেনি: সাইফুল হক


নির্বাচন কমিশন এখনো জনআস্থা অর্জন করতে পারেনি: সাইফুল হক

ভেঙে পড়া নির্বাচনব্যবস্থার প্রতি ভোটারদের আস্থা পুনরুদ্ধারে নির্বাচন কমিশন এখনো সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অবাধ, গণতান্ত্রিক পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ভেঙে পড়া নির্বাচনব্যবস্থার প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনাই নির্বাচন কমিশনের প্রধান কাজ। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রত্যাশিত নির্বাচন করা যাবে না। তাই এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।”

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী নির্বাচনী কর্মশালায় তিনি এসব মন্তব্য করেন।

পার্টির নির্বাচনসংক্রান্ত কমিটির প্রধান আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সিকদার হারুন মাহমুদ, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম, এমডি ফিরোজ, বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, সালাউদ্দিন, অ্যাডভোকেট ফায়েজুর রহমান মনির, মোহাম্মদ আলী, জামাল সিকদার, হীরালাল দাস ও চুন্নু সিকদার প্রমুখ।

কর্মশালায় সাইফুল হক সতর্ক করে বলেন, “গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) কারণে নির্বাচনে টাকার খেলা বেড়ে যাবে।” তিনি নির্বাচনে ধর্মীয় অনুভূতির ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পেশিশক্তি নিয়ন্ত্রণে দৃশ্যমান উদ্যোগের ওপর জোর দেন।

তিনি আরও বলেন, প্রার্থীদের জামানত ও সর্বোচ্চ ব্যয়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। এগুলো কমিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি আরপিওর সকল অগণতান্ত্রিক ধারা ও বিধান বাতিলের দাবি জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×