চবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদলের ৩ নেতাকে শোকজ


চবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদলের ৩ নেতাকে শোকজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শাখা ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 

রোববার (২৩ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই নির্দেশনা দেন। শোকজ চিঠিতে স্বাক্ষর করেন দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

শোকজকৃত তিন নেতা হলেন- শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ রেদোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক জমাদিউল আউয়াল সুজাত এবং সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম।

চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল পদে থাকার পরও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে। কেন তাদের বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

ঘটনাটি ঘটে গত বুধবার (১৯ নভেম্বর) মধ্যরাতে। অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় চারুকলার চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলমাস মাহমুদ রাফিদকে ২০-৩০ জন ছাত্রদল নেতাকর্মী মারধর করেন। পরদিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে রাফিদ দাবি করেন, তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×