কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৪৫ পিএম, ২৩ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যে ঢাকা সফরে রয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়া। সফরের অংশ হিসেবে তিনি এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে কমনওয়েলথ মহাসচিব ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এনসিপির পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক ড. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।