‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৫৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৫
দেশের আর্থিক খাতে দীর্ঘ তিন দশকের পথচলা এবং সিটি ব্যাংকের নেতৃত্বে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাসরুর আরেফিন পেয়েছেন ‘সিইও অব দ্য ইয়ার-২০২৫’ সম্মাননা। বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেয়া হয়।
এর আগে একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলেন ইস্টার্ন ব্যাংকের সিইও আলী রেজা ইফতেখার, এমটিবিএলের সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং বিকাশের সিইও কামাল কাদির।
গত ছয় বছরে মাসরুর আরেফিনের নেতৃত্বে সিটি ব্যাংক উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০১৮ সালে ব্যাংকের অপারেটিং প্রফিট ছিল ৬৯৯ কোটি টাকা, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ২,৩৫১ কোটি টাকায়। একই সময়ে নেট প্রফিট ২০২ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয় ১,০৮৫ কোটি টাকা। রিটার্ন অন ইক্যুইটি ৮.২ শতাংশ থেকে উন্নীত হয়ে ২৬.১ শতাংশে পৌঁছায়, আর ব্যাংকের মোট মূলধনও দ্বিগুণের বেশি বৃদ্ধি পায়। এছাড়া ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংককে দেশের শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি দেয়।
ডিজিটাল রূপান্তরেও মাসরুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিটিটাচ প্ল্যাটফর্মকে বিস্তৃত করা এবং ডিজিটাল ন্যানো লোনের মতো উদ্ভাবনী সেবা চালুর মাধ্যমে তিনি দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিয়েছেন।