ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে, দোটানায় এনসিপি


ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে, দোটানায় এনসিপি

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে জোট করবে কিনা- এই প্রশ্নে দ্বিধার মুখে পড়েছে এনসিপি। ছাত্র উপদেষ্টাদের একটি অংশ মনে করেন, নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে হাত মিলানোই সবচেয়ে বাস্তবসম্মত পথ। 

তবে এনসিপির শীর্ষ নেতৃত্বসহ বেশিরভাগ নেতার শর্ত ভিন্ন। তারা জোটে যেতে চাইলে কমপক্ষে ২০টি আসনের নিশ্চয়তা, মাঠে সাংগঠনিক সহযোগিতা এবং বিএনপির পক্ষ থেকে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকার গ্যারান্টি চান। এসব নিশ্চয়তা না মিললে জোট গঠনে তারা অনাগ্রহী। বিকল্প হিসেবে তারা জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপিবিরোধী একটি বিস্তৃত নির্বাচনী সমঝোতার বিষয়ে ভাবছেন বলেও দলীয় সূত্র জানায়।

দলের এই অবস্থানগত জটিলতাই এনসিপিকে স্পষ্ট দোটানায় ফেলেছে।

গত ১৩ নভেম্বর মন্ত্রিপাড়ায় একজন ছাত্র উপদেষ্টার সরকারি বাসভবনে এনসিপির ৩০ জনের বেশি নেতা বৈঠকে বসেন। এর পরদিন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। বৈঠকে অংশ নেওয়া এনসিপির ছয়জন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে বলে জানা যায়।

এই নেতাদের তথ্যমতে, দুই ছাত্র উপদেষ্টাসহ এনসিপির প্রথম সারির অন্তত দুই নেতা বিএনপির সঙ্গে জোটে যেতে আগ্রহী। তাদের একজন ঢাকায়, আরেকজন উত্তরবঙ্গে বিএনপি জোটের প্রার্থী হতে চান।

তবে দুই ছাত্র উপদেষ্টার অবস্থান এক নয়। তাদের একজন জামায়াতের সঙ্গে কোনো ধরনের সমঝোতার পক্ষে নন। অন্যজনের মতে, “আগামী নির্বাচনের পর রাজনৈতিক সরকার আসার সময়ে নিরাপত্তার কারণে বিএনপির সঙ্গে থাকা উচিত।”

সূত্র: বিবিসি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×