মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় তিন বাউলভক্তসহ চারজন আহত


মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় তিন বাউলভক্তসহ চারজন আহত

ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারের সমর্থক ও স্থানীয় তৌহিদী জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

রবিবার (২৩ নভেম্বর) বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকেরা তাঁর মুক্তির জন্য মানববন্ধন আয়োজন করার সময় স্থানীয় তৌহিদী জনতার হামলায় একাধিক সমর্থক আহত হওয়ার ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পায়। 

এসময় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন।

পুলিশ জানায়, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মি. সরকারকে পুলিশ গ্রেফতারের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সকালে।

একই দিনে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদী জনতা ও আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে একই সময়ে আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করে।

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বাউল ভক্তদের উপর হামলা চালায় তৌহিদী জনতার একটি অংশ। এই হামলায় তিনজন বাউল ভক্ত ও অপরপক্ষের একজন আহত হয় বলেও জানায় পুলিশ। আহতরা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তবে, সংঘর্ষের পর বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ওসি মি. হোসেন।

আটক বাউল শিল্পী মি. সরকার বর্তমানে আদালতের নির্দেশে জেলহাজতে রয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×