কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে আগুন
- কুষ্টিয়া প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৩১ পিএম, ২৩ নভেম্বর ২০২৫
কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের অন্ধকারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। শনিবার ২২ নভেম্বর গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় অফিসের সাইনবোর্ড ও বারান্দার গ্রিল আংশিকভাবে দগ্ধ হয়।
খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তবে ব্যাংকের ভেতরের কোনো নথিপত্র বা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি বলে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। অফিস কক্ষের সামনে ঝোলানো সাইনবোর্ডের নিচে স্পষ্ট পোড়া চিহ্ন দেখা গেলেও আশপাশের বাসিন্দা বা ভাড়াটিয়ারা কেউই আগুন লাগানোর মুহূর্ত দেখতে পাননি। নিরাপত্তার স্বার্থে সাইনবোর্ডটি পরে খুলে ফেলা হয়েছে।
ব্যাংকের কর্মকর্তা বিপ্লব দাস জানান, তিনি সেদিন রাতেই অফিসের ভেতরে অবস্থান করছিলেন। তাঁর ভাষায়, “আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত ১২টার পর ঘুমিয়ে পড়ি। কিছুই টের পাইনি। সকালে উঠে ফিল্ডে চলে যাই। এরপর এক সহকর্মী ফোন করে জানায় অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। এসে দেখি এতে সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।”
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগুনের তেমন কোনো আলামত পাওয়া যায়নি। শুধুমাত্র সাইনবোর্ডে পোড়া চিহ্ন রয়েছে। কেউ কিছুই বলতে পারিনি। তদন্ত চলছে।”
গ্রামীণ ব্যাংকের এই অফিসটি চারতলা আঞ্চলিক ভবনের নিচতলায় অবস্থিত, আর কিছুটা দূরেই রয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সাংসদ মাহবুবউল আলম হানিফের বাড়ি।
উল্লেখ্য, একদিন আগেই শুক্রবার ২১ নভেম্বর ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজারের গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় একইভাবে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা হয়। সেখান থেকে পুলিশ একটি পেট্রোলভর্তি বোতল উদ্ধার করে।