সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে ইসিকে: সেনাপ্রধান


সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে ইসিকে: সেনাপ্রধান

সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার ২৩ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে সরকারকে সহযোগিতা করব। নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত আছে।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীতে বীরত্বপূর্ণ কাজ ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৬৪ সেনাসদস্যকে পদক প্রদান করা হয়। পাশাপাশি ৭৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের হাতে সম্মাননা তুলে দেন সেনাপ্রধান। এর মধ্যে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনাসদস্যকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×