ছাত্রলীগ-যুবলীগকে নিষিদ্ধের দাবি


ছাত্রলীগ-যুবলীগকে নিষিদ্ধের দাবি

ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের কার্যক্রম নিষিদ্ধের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সংস্কারের জন্য ১২ দফা দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন গণঅধিকার পরিষদের নেতারা। স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের একার পক্ষে ছাত্র ও যুবলীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া সম্ভব নয় বলে জানান উপদেষ্টা। এ বিষয়ে আইন মন্ত্রনালয়ের সহযোগিতা প্রয়োজন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের পর এখনও পুলিশের কার্যক্রম স্বাভাবিক হয়নি। পুলিশের লজিস্টিক বাড়ানোর পাশাপাশি তাদের বেতন ভাতা এবং তদন্ত কাজে ভাতা বরাদ্দের দাবিও জানানো হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×