নতুন রাজনৈতিক দল ‘ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি’র আত্মপ্রকাশ


নতুন রাজনৈতিক দল ‘ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি’র আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

হাফেজ মাওলানা মাহমুদ আব্বাসকে আহবায়ক ও হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইনকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়। একই সাথে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ১৪ দফা কর্মসূচিও ঘোষণা করে দলটি।

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকলের অধিকার নিশ্চিত করা, চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও বেকারত্ব দূর করতে ভূমিকা পালনে অঙ্গিকার করে দলটি।

এ সময় বক্তারা বলেন, সারাবিশ্বে মুসলিমদের ঐক্য গড়ে তোলার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা এবং ইসলামের নীতির আলোকে রাষ্ট্র গঠনই ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটির প্রধান লক্ষ্য। বলা হয়, এ সময় দেশের সার্বভৌমত্ম ও সুরক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দলটি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×