বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:০৭ পিএম, ১৮ অক্টোবর ২০২৪
ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা এখনো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আছে। তাদের সেখানে বসিয়ে রেখে অন্তর্বর্তী সরকারের নেওয়া কোনো উদ্যোগই সফলতার মুখ দেখবে না বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বড় করা যেতে পারে বলেও মত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা রজতজয়ন্তী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেডআরএফের ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা ডা. জুবাইদা রহমানও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ কষ্টে আছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখে কোনো উপকার মিলবে না। মাফিয়াচক্র বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। তবে মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। মাফিয়াচক্রের কবল থেকে বঞ্চিতরা অধিকার চায়। শহীদে রক্তের দাগ এখনো শেষ হয়নি। অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম সম্পাদন করতে হবে। সরকারের কিছু সমন্বয়হীনতা স্পষ্ট হতে শুরু করেছে।
তারেক রহমান বলেন, বর্তমানে দেশে কৃষক-শ্রমিক-দিনমজুর এবং স্বল্প আয়ের মানুষ দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে দিশেহারা। জিনিসপত্রের দাম বাড়লেও মানুষের আয় সেভাবে বাড়েনি। সরকারকে বলবো- জিনিসপত্রের দাম কমাতে পদক্ষেপ নিন। সিন্ডিকেট ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো যেতে পারে।