জনগণের অধিকার আদায়ে রাজপথে ছিল বিএনপি: মাহবুবের রহমান


জনগণের অধিকার আদায়ে রাজপথে ছিল বিএনপি: মাহবুবের রহমান
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সাংবিধানিক সকল ইউনিটকে ধ্বংস করে দিয়েছে। জনগণের অধিকার আদায়ে, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরে পেতে রাজপথে ছিল বিএনপি।

শেখ হাসিনা পালানোর পর রাষ্ট্র সংস্কারে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের উচিত দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে জনগণের ভোটে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।
 
  

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে কর্ণফুলী উপজেলায় একটি কনভেনশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।  

শামীম বলেন, মানুষের আকাঙ্ক্ষা জেগেছে।


 
মানুষের নতুন ভাবনা জেগেছে। আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের এই জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।
 
বাংলাদেশের মানুষের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ সরকার মানুষের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করেছে। এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার ফিরেয়ে দেওয়ার।   

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ এম নাজিম উদ্দীন বলেন, শ্রমিকদের কল্যাণে বিএনপি সব সময় যুগোপযোগী সিদ্ধান্ত নেয়। গত ১৬ বছর শ্রমিকরা তাদের  ন্যায্য  মজুরি পায়নি। সরকার বিভিন্ন চাপে রেখে শ্রমিকদের ওপর জুলুম করেছে। এখন সময় এসেছে শ্রমিকদের কল্যাণে সিদ্ধান্ত নেয়ার।

অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মহসিন খান তরুণের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, কর্ণফুলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ওসমান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মিয়া, সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, যুগ্ম সম্পাদক আনোয়ারুল আবেদীন সবুজ, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন ও পোস্ট অফিস শ্রমিকদল নেতা এস এম শহীদ ইকবাল প্রমুখ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×