যারা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদেরকেই আমরা কমিটিতে নিয়ে আসব: ছাত্রদল সম্পাদক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:২৭ পিএম, ০৫ নভেম্বর ২০২৪
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে, অতীতে কাজ করছে পেরেছে, আমরা তাদেরকে সাংগঠনিক কাঠামোতে নিয়ে আসব। এটি অবশ্যই নিয়মিত শিক্ষার্থীদের থেকে হবে বলে আমরা নিশ্চিত করছি।
রোববার (৫ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্ররাজনীতি বিষয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, সদস্য রাফিজ, নুর উদ্দিন ও তরিকুল ইসলাম সৌরভসহ প্রায় দুইশতাধিক নেতাকর্মীরা।
রোববার (৫ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্ররাজনীতি বিষয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, সদস্য রাফিজ, নুর উদ্দিন ও তরিকুল ইসলাম সৌরভসহ প্রায় দুইশতাধিক নেতাকর্মীরা।
তিনি বলেন, যারা অতীতে এই সংগঠনের কাজ করেছে এবং অতীতে আন্দোলন সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছে। তাদেরকেই আমরা কমিটিতে নিয়ে আসব।
তিনি আরও বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা সম্পর্কে জিরো টলারেন্স নীতি অনুসরণ। গেস্টরুম, হলদখলের কালচার রাজনীতি ছাত্রদল চায় না। ছাত্রদল একটা বড় সংগঠন হওয়ার ফলে, ৫ আগস্টের পর কয়েকজন নেতাকর্মী বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা সম্পর্কে জিরো টলারেন্স নীতি অনুসরণ। গেস্টরুম, হলদখলের কালচার রাজনীতি ছাত্রদল চায় না। ছাত্রদল একটা বড় সংগঠন হওয়ার ফলে, ৫ আগস্টের পর কয়েকজন নেতাকর্মী বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটিয়েছে।
আমাদের অনেক নেতাকর্মী প্রায় ২০০ এর অধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এবং ৩০০ এর অধিক কর্মীকে শোকজ করা হয়েছে। আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দেই না। ৫ আগস্টের পর আমরা সেইসব ঘটনাকে গুরুত্ব দিয়েছি এবং সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আমরা মনে করছি ২১ শতক উপযোগী একটি মেধাভিত্তিক ও দখলদ্বারিত্ব মুক্ত রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের অংশীদারের প্রয়োজন আছে। আমরা সেই অংশীদারের রাজনীতি করতে চাই এবং শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিতে চাই।
তিনি অনুপ্রবেশ সম্পর্কে বলেন, ৫ আগস্ট এরপর অন্য দলের কোনো কর্মী ছাত্রদলে অংশগ্রহণের একটি ঘটনাও ঘটেনি। যেহেতু এটা বড় সংগঠন সেহেতু সংযোজন বিয়োজন থাকতে পারে।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ে আসেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও শহীদ জিয়াউর রহমানের ভিত্তি প্রস্তরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন তিনি। এছাড়াও জিয়াউর রহমানের ভিত্তি প্রস্তরের পাশে ও শহীদ জিয়াউর রহমান হলের সামনে জিয়া ট্রি রোপণ করেন তিনি।