রোববার গণতন্ত্র পুনরুদ্ধারে জিরো পয়েন্টে আসার ডাক আওয়ামী লীগের


রোববার গণতন্ত্র পুনরুদ্ধারে জিরো পয়েন্টে আসার ডাক আওয়ামী লীগের

দেশে অপশাসন চলছে অভিযোগ করে ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ রাজধানীর জিরো পয়েন্টে আসার ডাক দিয়েছে আওয়ামী লীগ। ছাত্র-জনতার গণঅভ্যত্থানে ক্ষমতা হারানো দলটির ফেসবুক পেজে এক পোস্টে এ ডাক দেওয়া হয়েছে। 

আগামীকাল রোববার (১০ নভেম্বর) সবাইকে আসার আহবান জানানো হয়েছে পোস্টে।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ১০ নভেম্বর আসুন- নূর হোসেন চত্তরে। জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকা। আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবন যাত্রাকে ব্যহত করার চক্রান্তের বিরুদ্ধে।

অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে আপনিও অংশ নিন। এর সঙ্গে একটি পোস্টারের ছবিও শেয়ার করা হয়েছে। এতে লেখা হয়েছে, ১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×