বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজী কবির মারা গেছেন


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজী কবির মারা গেছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য (এমপি) বেগম রোজী কবির মারা গেছেন। আজ বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রোজী কবিরের স্বজনেরা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁকে দাফনের জন্য চট্টগ্রামে নেওয়া হচ্ছে। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে।

বেগম রোজী কবির জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন। তিনি সংরক্ষিত মহিলা আসন থেকে তিন বার এমপি হন।

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন রোজী কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×