দেশের প্রত্যেক শ্রেণি পেশার মানুষ এখন নির্বাচনী ডেট লাইন চায়: এ্যানি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৩৬ পিএম, ২২ নভেম্বর ২০২৪
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের প্রত্যেক শ্রেণি পেশার মানুষ এখন নির্বাচনী রোড ম্যাপ চায়। তারা একটি নির্বাচনী ডেট লাইন চায়। দেশের ১৮ কোটি মানুষ এখন নির্বাচনমুখী।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের চৌহালী সরকারি ডিগ্রি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌহালী উপজেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের চৌহালী সরকারি ডিগ্রি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌহালী উপজেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, এ সরকার তো আমাদের সমর্থিত সরকার জনগণের সরকার। এ সরকার তো হাসিনা সরকারের মতো স্বৈরশাসক না যে, নির্বাচনের রোড ম্যাপ দিতে বিলম্বিত করবেন। তিনি আশা করেন খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে অন্তর্বতী সরকার তার অবস্থান পরিষ্কার করবেন।
চৌহালী উপজেলা বিএনপি সভাপতি জাহিদ মোল্লার সভাপতি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম আলিম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। জনসমাবেশে জেলাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।