দুদকের মামলা থেকে খালাস জয়নাল আবেদীন ফারুক


দুদকের মামলা থেকে খালাস জয়নাল আবেদীন ফারুক
জয়নাল আবেদীন ফারুক

সম্পদের বিবরণী দাখিল না করায় দায়েরকৃত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় বিশেষ জজ এসএম জিয়াউর রহমান তাকে মামলার দায় থেকে খালাস দেন।

মামলার রায়ে জিয়াউর রহমান বলেন, ‘প্রসিকিউশন জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। সেজন্য এ মামলা থেকে তাকে খালাস দেয়া হল।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, জয়নাল আবেদীন ফারুক নোয়াখালী-১ আসনের সাংসদ থাকাকালীন ১৯৯৯ সালের ৯ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দুদকের পক্ষ থেকে তার পরিবারসহ সবার সম্পদ বিবরণী দেয়ার নোটিশ দেয়া হয়।

বিবরণ দাখিল না করায় ২০০০ সালের ১৯ জানুয়ারী দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আমিনুল ইসলাম তার নামে একটি মামলা করেন।

২০০১ সালের ১৭ জুন ফারুকের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক ইমদাদুল হক।

২০০৬ সালের ২৩ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলা চলাকালে আদালতে তিনজন সাক্ষ্য দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×