বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেয়া হবে না: ইমতিয়াজ আলম


বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেয়া হবে না: ইমতিয়াজ আলম

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বরত বাংলাদেশের নৌজোয়ানদেরকে আরও সাহসি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম।

তিনি বলেছেন, ‘প্রতিবেশি রাষ্ট্র ভারত আমার দেশের সীমানায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করে পায়ে পরে ঝগড়া বাধাতে চায়। বিনা উস্কানিতে প্রতিবেশি রাষ্ট্র হিসেবে ভারতের কাছে আমরা এসব প্রত্যাশা করি না। লাখো শহীদ ও হাজারো মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে চাইলে কাউকেই ক্ষমা করা হবে না।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন কলাবাগান, নিউমার্কেট, হাজারিবাগ, শাহবাগ ও কোতোয়ালী থানা শাখায় ঝটিকা সফরে উপস্থিত নেতাকর্মীদের সামনে তিনি এসব কথা বলেন।

নগর সভাপতি আগামি শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আয়োজিত নগর সম্মেলন ২০২৫ সফল করার জন্য মহানগরবাসির প্রতি আহ্বান জানান।

সফরকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুফতি আবদুল আহাদ, কামাল হেসাইন, আবদুল হাই পাটওয়ারি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×