এটিএম আজহারকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে: ড. হেলাল উদ্দিন


এটিএম আজহারকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ড. মো. হেলাল উদ্দিন বলেছেন, ‘মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া এটিএম আজহারুল ইসলামকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পশ্চিম থানার উদ্যোগে স্থানীয় আবুজর গিফারী কলেজ অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমার মাতৃভাষায় কথা বলার অধিকার আমার জন্মগত অধিকার। তবে, ১৯৫২ সালে তৎকালীন শাসকগণ আমাদের ভাষার অধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিল। এর বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র ও যুব সমাজ। তাদের সেই আন্দোলনের ফলেই আমাদের ভাষার স্বীকৃতি দেওয়া হয়।’

ড. হেলাল উদ্দিন আরও বলেন, ‘স্বাধীনতার পরেও অনেক ঐতিহাসিক ভূমিকা সঠিকভাবে স্বীকৃতি পায়নি। ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের পেছনে ভূমিকা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস অধ্যাপক গোলাম আজমের সাহসী কাজের স্বীকৃতি আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এখনও দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার নয়, এটি দেশের স্বায়ত্তশাসনের দাবি ছিল। এই ইতিহাস আমাদের সবার জানা উচিত। ভাষা আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার অন্যতম বিষয় হচ্ছে বৈষম্য দূর করা। এখনো অনেক বৈষম্য রয়েছে, সেগুলি দূর করতে হবে। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে একটি দল বা গোষ্ঠী সংস্কার ছাড়াই জাতীয় নির্বাচন দাবি করছে। তবে, জেলা প্রশাসক সম্মেলনে বলা হয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থা না থাকায় নাগরিক সেবা দেওয়া কঠিন। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই মতকে সমর্থন করে।’

এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন, এবং প্রায় তিন শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×