সরকারি আলিয়া মাদ্রাসার হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ


সরকারি আলিয়া মাদ্রাসার হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

রাজধানীর বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভূমিকম্পজনিত কারণে হলের কিছু পিলার এবং কক্ষে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি ২২ নভেম্বর রাতে সংঘটিত ছাত্র সংঘর্ষের পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আল্লামা কাশগরী (রহ.) হল ও মুফতি আমিমুল ইহসান হলে অবস্থানরত সকল আবাসিক শিক্ষার্থীকে বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে হবে। তবে চলমান ফাযিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা-২০২৪ এর কার্ডধারী আবাসিক শিক্ষার্থীরা হল সুপার বরাবর আবেদন করতে পারবে।

অধ্যক্ষ আরও জানান, পরিস্থিতি স্থিতিশীল হলে ৪ ডিসেম্বরের পর শিক্ষার্থীরা পুনরায় হল ব্যবহারের সুযোগ পাবেন। এর আগে, একই দিন দুপুরে মাদ্রাসার একাডেমিক কার্যক্রমও ৪ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×