শিক্ষক আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত শিক্ষিকার মৃত্যু


শিক্ষক আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত শিক্ষিকার মৃত্যু

দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনে অংশ নিয়ে পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার মারা গেছেন।

রবিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানী ঢাকার মিরপুরের অলক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা যায়।

শিক্ষকরা জানান, ফাতেমা আক্তার চাঁদপুরের উত্তর মতলবের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি দুই সন্তানের মা এবং তার স্বামীর নাম ডিএম সোলায়মান।

আন্দোলনে থাকা সহকর্মীরা জানিয়েছেন, তিন দফা দাবিতে চলা আন্দোলনের সময় ৮ নভেম্বর শাহবাগে কলম বিরতির দিন ফাতেমা আক্তার অংশ নেন। সেই সময় সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দে তিনি আতঙ্কিত হয়ে গুরুতর আহত হন।

উত্তর মতলবের আমিয়াপুর ডা. মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “আমরা একসঙ্গে আন্দোলনে ছিলাম। তিনি সাউন্ড গ্রেনেডের শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। হাসপাতালে নিলে এক পর্যায়ে কথা বলা বন্ধ হয়ে যায়। তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান।”

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “তিনি সাউন্ড গ্রেনেডের শব্দে আহত হয়ে মিরপুরের অলক হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা তার বাড়ি যাচ্ছি; সেখানে গিয়ে বিস্তারিত জানা যাবে।”

বাংলাদেশ শিক্ষক সমিতির (শাহীন-লিপি) খায়রুন নাহার লিপি জানান, আন্দোলনে অংশ নেওয়া ফাতেমা আক্তার মিরপুরের অলক হাসপাতালে মারা গেছেন।

রাতেই চাঁদপুর উত্তর মতলব উপজেলার নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং দাফন করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×