প্রাথমিক শিক্ষিকার মৃত্যুতে সাউন্ড গ্রেনেডের কোনও সংশ্লিষ্টতা নেই


প্রাথমিক শিক্ষিকার মৃত্যুতে সাউন্ড গ্রেনেডের কোনও সংশ্লিষ্টতা নেই

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার নিশ্চিত করেছেন, প্রাথমিক শিক্ষিকার মৃত্যু সাউন্ড গ্রেনেডে আহত হওয়ার কারণে হয়নি। তিনি বলেন, “প্রাথমিকের সহকারী শিক্ষিকা নানা অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যু অসুস্থতাজনিত কারণে হয়েছে, যা ডেথ সার্টিফিকেটে স্পষ্টভাবে উল্লেখ আছে। সাউন্ড গ্রেনেডে আহত হয়ে মারা যাওয়ার খবরটি সঠিক নয়।”

মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, “প্রাথমিক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করেছি। নিহত শিক্ষিকার পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×