নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন আহমদ


নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর বিএনপি নেতারা তা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “জাতির প্রত্যাশা অনুযায়ী রোডম্যাপটি যথাযথ সময়ে ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এই বিষয়টি সমর্থনযোগ্য নির্দেশনার সঙ্গে মিল রয়েছে।”

তিনি আরও বলেন, “এবার রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই আমাদের প্রত্যাশা।”

বিএনপি নেতাদের এই মন্তব্য নির্দেশ করছে যে, তারা নির্বাচনী প্রস্তুতিকে স্বাগত জানাচ্ছেন এবং আশা করছেন নির্বাচনের পরিবেশ যথাযথ ও সময়মতো বজায় থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×