যারা নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হবে: ফখরুল


যারা নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হবে: ফখরুল

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে বলেন, “দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।”

গত মে মাসে লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে ধারণা তৈরি হয়। এরপর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারপ্রধান জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই প্রেক্ষাপটে এবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সাংবিধানিক প্রতিষ্ঠানটি জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেয়ার কোনো বিকল্প নেই।”

যারা নির্বাচনে বাধা দিতে বা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, “যারা হটকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।” এছাড়া তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।

গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি আগেও অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে এবং সামনেও সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেছেন মির্জা ফখরুল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×