মুক্তভাবে কথা বলার অধিকার নিশ্চিত করা জরুরি: জাহিদ হোসেন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৫৬ পিএম, ২৯ আগস্ট ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন এবং সব রাজনৈতিক দলের। মুক্তভাবে কথা বলার অধিকার নিশ্চিত করাও জরুরি।
শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
জাহিদ হোসেন বলেন, রাজনৈতিক আলোচনায় বয়ান ও বন্দোবস্ত-এর মতো নতুন শব্দ এবং ব্যাপক দুর্নীতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। একজন উপদেষ্টার ২০০ কোটি টাকার লেনদেনের অভিযোগ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের বিপুল সম্পদের খবর এই উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে। শাহবাগে বা অন্য কোথাও যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেও আক্রমণ বা সহিংসতা ঘটে, তখন জবাবদিহিতার অভাব আমাদের হতাশ করে।