নুরের ওপর হামলার ঘটনায় বিক্ষোভের ডাক জামায়াতের


নুরের ওপর হামলার ঘটনায় বিক্ষোভের ডাক জামায়াতের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ ও হামলায় গুরুতরভাবে আহত করার ঘটনায় প্রতিবাদ জানাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে। এর আগে সকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

মিছিলে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×