লাল টি-শার্ট পরা সেই লোক পেটায়নি নুরকে: রাশেদ


লাল টি-শার্ট পরা সেই লোক পেটায়নি নুরকে: রাশেদ

লাল টি-শার্ট পরিহিত ব্যক্তি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আঘাত করেননি বলে দাবি করেছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

শনিবার (৩০ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি পরিষ্কার করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, “লাল শার্ট পরা ব্যক্তি যাকে পিটাচ্ছে, সে নুরুল হক নুর নয়, সে ছাত্রনেতা সম্রাট।”

এর আগে, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বল প্রয়োগ করলে দুই পক্ষ ছত্রভঙ্গ হয়। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

সংঘর্ষের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, লাল টি-শার্ট পরা এক ব্যক্তি একজনকে নির্দয়ভাবে মারধর করছে। ভিডিওর নিচে অনেকেই মন্তব্য করেন, ওই ব্যক্তি নুরুল হক নুরকে আঘাত করেছেন।

তবে রাশেদ খানের দাবি অনুযায়ী, ভিডিওতে মার খাওয়া ব্যক্তি নুর নন, ছাত্রনেতা সম্রাট।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর লাল টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় শনাক্তে নেমেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, “গণঅধিকার নেতাদের ওপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত তাকে শনাক্ত করতে কয়েকটি টিম কাজ করছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×