নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি


নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি নুরের ওপর হামলাকে দেশের রাজনীতির জন্য একটি অশনি সংকেত হিসেবে অভিহিত করেছেন।

শনিবার (৩০ আগস্ট) জাহিদুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নুরের সঙ্গে দেখা করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, নুরুল হক নুরের চোখ, নাক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও আশঙ্কামুক্ত নন এবং তাকে অন্তত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

শিবির সভাপতি জোর দিয়ে বলেন, এ হামলাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা উচিত এবং দায়ীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের নির্মম ঘটনা দেশের রাজনীতির জন্য অশনি সংকেত। সভা-সমাবেশে নিয়ম বা বিধিনিষেধ থাকতে পারে, তবে কাউকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কখনোই গ্রহণযোগ্য নয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×