এমপি হওয়ায় নিজের দল হারাচ্ছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৩২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫
নিজ হাতে প্রতিষ্ঠিত কল্যাণ পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নামও নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে দলের নতুন নেতৃত্ব।
সোমবার (১ সেপ্টেম্বর) ইসির সচিবকে লেখা চিঠিতে নতুন কমিটির চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ এবং মহাসচিব মুহাম্মদ আবু হানিফ উল্লেখ করেছেন, মুহাম্মদ ইবরাহিম দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে এবং নতুন কমিটি গঠনের তথ্য জমা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দাফতরিক ঠিকানাও পরিবর্তিত হয়েছে। পূর্বে চেয়ারম্যানের কার্যালয় ছিল মহাখালীর নিউ ডিওএইচএস ২২নং লেনের ৩২৫নং বাড়িতে এবং মহানগর কার্যালয় ৮৫ নয়াপল্টনের ষষ্ঠ তলায়। ২০২৩ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দাফতরিক ঠিকানা মতিঝিল থানার ফকিরেরপুল, কমিশনার গলি ২৬৬/১-এ স্থানান্তর করা হয়েছে।
এছাড়াও, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের স্থলে মো. শামসুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ২০২৪ সালের ১২ জুন বিশেষ কাউন্সিলে তাদেরকে সম্মতিক্রমে চেয়ারম্যান ও মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
চিঠিতে ইসি সচিবকে অনুরোধ জানানো হয়েছে, কল্যাণ পার্টির পরিবর্তিত দাফতরিক ঠিকানা, চেয়ারম্যান ও মহাসচিবের নাম নির্বাচন কমিশনের নিবন্ধনে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হোক।
উল্লেখ্য, ২০০৭ সালে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রতিষ্ঠিত এই দল ২০০৮ সালে ইসির নিবন্ধন পেয়েছিল। দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোট বেঁধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেও, ২০২৪ সালের নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।