হিন্দু-মুসলিম ঐক্যের নজির স্থাপন করবে বিএনপি: আজিজুল বারী হেলাল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৩৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিন্দু-মুসলিম সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করবে। তিনি জোর দিয়ে বলেন, চাঁদাবাজি বা সন্ত্রাসের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খুলনার দিঘলিয়া উপজেলার মাঝিরগাতীতে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
হেলাল অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। অথচ জনগণ নিজেদের রক্ত-ঘামে নতুন সরকার ও নতুন দিনের বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারণে পুরোহিত ও পঞ্জিকার সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত, এখানে অন্য কারও হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। যেমনভাবে ঈদের নামাজ চাঁদ দেখে নির্ধারিত হয়।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হেলাল দাবি করেন, গত পঞ্চাশ বছরে হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের শাসনামলেই।
বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হিন্দু-মুসলিম ঐক্যের দৃঢ় দৃষ্টান্ত তৈরি করতে হবে। একইসঙ্গে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কড়া সতর্কতা উচ্চারণ করে তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।
হেলাল আরও স্পষ্ট করে জানান, হিন্দুরা বিএনপিকে ভোট দেয় না এমন ধারণা ভুল। তার ভাষায়, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবার মিলন ঘটবে। আগামী নির্বাচনে জনগণই তার প্রমাণ দেবে।
এছাড়া স্থানীয় নানা সমস্যা, বিশেষত পানীয় জলের সংকট সমাধানে নেতা-কর্মীদের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নিতে তিনি নির্দেশনা দেন।