মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার


মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলীয় মনোনয়ন বিতর্ককে কেন্দ্র করে সহিংসতা, রাস্তা অবরোধ এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যার পর তারা চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি এবং রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এই আচরণের কারণে চার নেতাকে দলীয় সকল স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×