নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে গভীর সংশয় তৈরি হয়েছে: রুহুল আমিন হাওলাদার


নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে গভীর সংশয় তৈরি হয়েছে: রুহুল আমিন হাওলাদার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তার মতে, রাজনৈতিক দলগুলোর চরম অনৈক্যই এই সংকটের মূল কারণ।

সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে দলের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, “দেশের সাধারণ মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না, আগামী ফেব্রুয়ারিতে আদৌ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না। সরকারকে দায়িত্ব নিয়ে এই সংশয় ও অনিশ্চয়তা দূর করতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন অবশ্যই হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। তার ভাষায়, “কোনো কারণে যদি নির্বাচন অংশগ্রহণমূলক না হয়, তাহলে নির্বাচনের পর দেশ আরও গভীর সংকটে পড়বে।”

জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, “অতীতের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের কারণে দেশে সর্বক্ষেত্রে অনৈক্য তৈরি হয়েছে। আমাদের ওই আচরণ থেকে বেরিয়ে আসতে হবে; না হলে বিশ্বদরবারে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো কঠিন হবে।”

তিনি যোগ করেন, রাজনীতিতে মতের পার্থক্য বা অবস্থানগত দূরত্ব থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। “জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; গণতান্ত্রিক চর্চা ও নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনাই দলের লক্ষ্য,” বলেন রুহুল আমিন হাওলাদার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×