দিল্লির ষড়যন্ত্রে ১৩ তারিখ আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছে: গোলাম পরওয়ার


দিল্লির ষড়যন্ত্রে ১৩ তারিখ আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছে: গোলাম পরওয়ার

ঢাকায় আগামী ১৩ নভেম্বরের ‘লকডাউন’কে কেন্দ্র করে আওয়ামী লীগের নতুন নাশকতার পরিকল্পনার আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি পাঁচ দফা দাবিতে সমমনা আটটি রাজনৈতিক দলের সমাবেশে এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পর পল্টন মোড়ের এই বিশাল সমাবেশ আগামী দিনের রাজনীতির জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি আজও অপেক্ষা করছে। সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন প্রায় নয় মাস চেষ্টা চালিয়ে সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারে প্রায় একমত হয়েছিল। কিন্তু ২৬ ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই বিভিন্ন মহল ষড়যন্ত্র শুরু করেছে।”

তিনি আরও বলেন, “যারা দাবী করছেন একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হবে, কীভাবে হবে? বাংলাদেশের সব সংবিধান বিশেষজ্ঞ একমত, জুলাই জাতীয় সনদে ৪৮টি বিষয়ে সংবিধান সংশোধন হয়েছে—দলের প্রধান ও সরকারের প্রধান পৃথক থাকবে, সাংবিধানিক পদগুলোতে পৃথক নিয়োগ কর্তৃপক্ষ থাকবে, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রভৃতি। যদি গণভোটের আইনি ভিত্তি না থাকে, তাহলে জাতীয় নির্বাচনের বৈধতা কিভাবে হবে?”

মানবতাবিরোধী অপরাধীদের বিচারের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা পাঁচ দফার দাবির মধ্যে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের কথাও বলেছিলাম। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ধীরে ধীরে এগোচ্ছে। নভেম্বর মাসে কিছু আসামির রায়ের সম্ভাবনা থাকায়, ফ্যাসিস্টরা দেশজুড়ে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করছে।”

সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ঢাকার হোটেলগুলোতে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে আমরা শুনেছি। তাদের গ্রেপ্তারের জন্য অবিলম্বে অভিযান চালান। এরপর জুলাই সনদের আইনের ভিত্তিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। আমরা নিশ্চিত, জাতি সরকারের সহযোগিতা করবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×