নির্বাচন ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ


নির্বাচন ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ওপর জনগণের মতামত জানতে গণভোট আয়োজন করা উচিত। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়, যেন দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করে তা সময়মতো আয়োজন করা যায়।

সভা শেষে রাতে গুলশান কার্যালয়েই আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×