বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল: মির্জা ফখরুল


বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন দলের ঐক্য নষ্ট করতে না পারে।

শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর অনুষ্ঠিত সমাবেশে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘একটি দল বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে এবং এ থেকে ফায়দা তুলতে চায়। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব-বিভাজন তৈরি হতে দেবেন না।’

তিনি আরও সতর্ক করেন, ‘আরেকটি দল ক্ষমতায় আসার চেষ্টা করছে। অতীতের অভিজ্ঞতা বলে, তারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম নয়।’

সমাবেশে মির্জা ফখরুল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ব্যারিস্টার আমিনুল হক মানুষের জন্য কাজ করেছেন। এই এলাকায় তার পরিবারও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে এই আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।’

এর আগে মির্জা ফখরুল গোদাগাড়ীর ফাজিলপুর কবরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতে তার সঙ্গে ছিলেন শরিফ উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্যান্য দলীয় নেতা-কর্মী। কবর জিয়ারতের পর মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×