প্রচারণার সময় স্থানীয়রা হাদির ওপর নোংরা পানি ছুঁড়ে দিলেন


প্রচারণার সময় স্থানীয়রা হাদির ওপর নোংরা পানি ছুঁড়ে দিলেন

ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রচারণা চালানোর সময় মতিঝিলের এজিবি কলোনিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর ময়লা পানি ছোড়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি ভিডিওতে হাদিকে দেখা গেছে, যেখানে তিনি বলেন, “ভাই, ময়লা পানি যে মারছেন, আরো মারতে পারেন, সমস্যা নেই। তিনবার মারছে ময়লা পানি।”

শরীফ হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকাগুলি অন্তর্ভুক্ত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×