ঢাকা-৫ আসনে আজহারীর প্রার্থিতা নিয়ে যা জানালো জামায়াত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৫৮ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
তবে দলটির একাধিক নেতা জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ গুজব।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান এহসান মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, “জামায়াত থেকে ড. মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমন ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই। আমরা সকলকে অনুরোধ করছি, যাচাইবাছাই ছাড়া এমন তথ্যকে বিশ্বাস না করার।”
দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্যের কারণে অনেকেই এটিকে সত্য ধরে নিয়ে ড. আজহারীকে অভিনন্দন জানাচ্ছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আজহারীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঢাকা-৫ আসন ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে নতুন প্রার্থী মনোনয়নের বিষয়ে জামায়াতের নীতিনির্ধারকরা পুনর্বিবেচনা করছেন। এ আসন থেকে জামায়াতের হয়ে ইতিমধ্যেই কামাল হোসেন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।