নৌবিহারে সভা করল বাংলাদেশ প্রেস ক্লাব কাতার
- প্রকাশঃ ০৮:৫১ পিএম, ১৬ জানুয়ারী ২০২৫
পারস্য উপসাগরের দেশে কাতারে বসবাসরত প্রবাসী সংবাদ মাধ্যমকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব কাতার’ তাদের নতুন নির্বাচিত কমিটির পরিচিত সভা করেছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে দেশটির রাজধানী দোহার আল কার্নিশ সাগরে নৌবিহারে এ সভা করেন তারা।
কমিটির সভাপতি কাজী মোহাম্মদ শামীমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমএ সালাম।
এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অফ মিশন মো. ওয়ালিউর রহমান, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, কাউন্সেলর মোবাশ্বেরা কাদেরী, শ্রম কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবীর, শ্রম কাউন্সেলর তন্ময় ইসলাম, কাউন্সেলর ভিসা ও পাসপোর্ট মো. মাহাদি হাসান, প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী, প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাছির উদ্দীন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতারের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন।
অনুষ্ঠানে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘প্রবাসী গণমাধ্যমকর্মীরা শত সীমাবদ্ধতা থাকার পরও প্রবাসীদের সুখ-দুঃখের খবর দেশে ও প্রবাসে সবার কাছে পৌঁছে দিচ্ছেন। দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির সংবাদ পরিবেশনে তারাই একমাত্র ভরসা।’
কাজী মোহাম্মদ শামীম বলেন, ‘প্রবাসী গণমাধ্যমকর্মীদের কাজ অনেকটা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত, তবে তারা বাংলাদেশিদের খবর দেশে পৌঁছে দিচ্ছেন সামাজিক দায়বদ্ধতা থেকে। নিজেদের কাজের পাশাপাশি কমিউনিটিতে সংবাদসেবা দিতে পেরে খুশি তারা।’
নৌবিহারে গান শোনান স্থানীয় বাংলাদেশি কণ্ঠশিল্পী শাহ আলম মাইজভান্ডারী, ফৌজিয়া রহমান ও নয়ন সূত্রধর।