জাহানারার অনুরোধে তদন্তের সময় বাড়াল বিসিবি


জাহানারার অনুরোধে তদন্তের সময় বাড়াল বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেটে আলোচিত যৌন হয়রানির অভিযোগ তদন্ত নতুন দিক নিয়েছে। জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম নিজের বক্তব্য ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তদন্ত প্রক্রিয়ার মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এতে মনজুরুল ইসলামকে ঘিরে ওঠা অভিযোগের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করতে তদন্ত কমিটির হাতে আগের তুলনায় বেশি সময় থাকছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারা আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিস্তারিত ও নিজের বক্তব্য জমা দিতে অতিরিক্ত সময় চেয়েছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটির নির্ধারিত সময়সীমা আরও পনেরো কার্যদিবস বাড়ানো হয়েছে।

এর আগে নারী জাতীয় দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা। অভিযোগ প্রকাশ্যে আসার পর বোর্ড তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এবং তাদের পনেরো কর্মদিবসের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়।

বিসিবি জানিয়েছে, জাহানারার অনুরোধ বিবেচনায় সংশোধিত সময়সীমা এখন কার্যকর এবং তারা আশা করছে তদন্ত কমিটি ২০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×